ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার আগেই সহিংসতা, নিহত ৪
ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার আগেই দেশটির সবচেয়ে বড় শহর দুয়ালায় বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর স্যামুয়েল ডিয়ুদোনে ইভাহা দিবোয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় রোববার (২৬ অক্টােবর) শত শত বিরোধী প্রার্থী ইসা চিরোমার সমর্থক সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা দাবি করছেন, সাম্প্রতিক নির্বাচনে তারাই জয়ী হয়েছেন, কিন্তু সরকার ফলাফল বিকৃত করতে যাচ্ছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালায় এবং পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও ওয়াটার ক্যানন ব্যবহার করে।
গভর্নর দিবোয়া জানান, বিক্ষোভকারীরা শহরের দ্বিতীয় ও ষষ্ঠ জেলায় থানায় হামলা চালায়, এতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হন। সংঘর্ষে চারজন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে তিনি জানান।
ইসা চিরোমার প্রচার শিবিরও নিহতদের খবর নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত আংশিক ফল অনুযায়ী, ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া অষ্টমবারের মতো জয়লাভের পথে রয়েছেন। কিন্তু চিরোমা দাবি করছেন, তিনি ৫৪.৮ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে বিয়া পেয়েছেন মাত্র ৩১.৩ শতাংশ।
চিরোমা জনগণকে আহ্বান জানিয়েছেন, যদি সংবিধান পরিষদ ‘ভুল বা বিকৃত ফলাফল’ ঘোষণা করে, তবে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে।
ফলাফল ঘোষণার আগে থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী ইয়াউন্ডে, চিরোমার নিজ শহর গারোয়া, মারুয়া, মেইগাঙ্গা, বাফাং, বার্তুয়া, কুসেরি, ইয়াগুয়া, কায়েলে ও বাফুসামসহ একাধিক শহরে।
আল জাজিরার সাংবাদিক ব্লেইজ আইয়ং জানান, যুবসমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
ব্লেইজ আইয়ং বলেন, ‘যুবকদের সঙ্গে কথা বললে তাদের মধ্যে প্রচণ্ড রাগ ও হতাশা অনুভব করা যায়।’
আল জাজিরার সাংবাদিক আরও জানান, দেশে ইন্টারনেট সংযোগ ব্যাহত থাকলেও তরুণরা অনলাইনে সংগঠিত হয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
ইসা চিরোমার প্রচার ব্যবস্থাপক জানান, কর্তৃপক্ষ প্রায় ৩০ জন রাজনীতিবিদ ও কর্মীকে আটক করেছে, যারা তার প্রচারণায় যুক্ত ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ম্যানিডেম দলের নেতা আনিসেট একানে এবং ইউনিয়ন ফর চেঞ্জ আন্দোলনের নেতা জিউকাম ত্চামেনি।
ক্যামেরুনের স্বরাষ্ট্রমন্ত্রী পল আতাঙ্গা এনজি বলেন, কিছু ‘বিদ্রোহমূলক কর্মকাণ্ডের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তবে তিনি নাম বা সংখ্যা প্রকাশ করেননি।
পল বিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ ক্ষমতাসীন নেতা, যিনি ১৯৮২ সাল থেকে ক্ষমতায় আছেন। যদি তিনি আবার জয়লাভ করেন, তাহলে তার বয়স প্রায় ১০০ বছর হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন।
অন্যদিকে, একসময় বিয়ার মন্ত্রিসভায় থাকা ও সাবেক সহযোগী ইসা চিরোমা বলেন, ‘আমি নির্বাচনে জয়ী হয়েছি। অন্য কোনো ফলাফল আমি গ্রহণ করব না।’

এনটিভি অনলাইন ডেস্ক