ফিলিস্তিনি বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলি সামরিক আইনজীবী গ্রেপ্তার
ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের একটি গোপন ভিডিও ফাঁস করার দায়ে দেশটির সামরিক বাহিনীর সাবেক প্রধান আইনজীবী মেজর জেনারেল ইয়েফাত তোমের-ইয়েরুশালমিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা ইসরায়েলের সামরিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানায়।
গত সপ্তাহে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মিলিটারি অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন তোমের-ইয়েরুশালমি। তিনি স্বীকার করেন, সেনাবাহিনীর আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা মিথ্যা প্রচারণার জবাব দিতে তিনি মিডিয়ার কাছে ভিডিওটি প্রকাশ করার অনুমতি দিয়েছিলেন এবং এর সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন।
গত রোববার (২ নভেম্বর) তোমের-ইয়েরুশালমির নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে পুলিশ তাকে খুঁজতে শুরু করে। কয়েক ঘণ্টা পর তাকে তেল আবিবের কাছে একটি সমুদ্র সৈকতে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। এরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তোমের-ইয়েরুশালমি ও সেনাবাহিনীর সাবেক প্রধান সামরিক প্রসিকিউটর কর্নেল মাতান সলোমোশকে ভিডিও ফাঁস এবং অন্যান্য গুরুতর ফৌজদারি অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
ভিডিওটি ২০২৪ সালের আগস্ট মাসে একটি ইসরায়েলি চ্যানেলে প্রচারিত হয়েছিল। এতে দেখা যায়, দক্ষিণ ইসরায়েলের সদে তেইমান সামরিক ঘাঁটিতে সংরক্ষিত সেনারা একজন বন্দিকে আড়াল করে মারধর করছে। অভিযোগ করা হয়, তাকে ধারালো বস্তু দিয়ে মারাত্মক আঘাত করা হয়েছিল। এই ঘটনায় পাঁচজন রিজার্ভ সেনার বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
তোমের-ইয়েরুশালমির পদত্যাগের পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তীব্র সমালোচনা করে বলেন, যারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়, তারা সামরিক পোশাক পরার অযোগ্য। অন্যদিকে, তোমের-ইয়েরুশালমি তার পদত্যাগপত্রে লেখেন, সামরিক বাহিনীর দায়িত্ব হল, যখনই বন্দিদের ওপর সহিংসতার সন্দেহ দেখা দেবে, তখনই তা তদন্ত করা।

এনটিভি অনলাইন ডেস্ক