গাজার ‘ইতিহাসে সবচেয়ে বেশি শিশু অঙ্গহীনতার’ শিকার : জাতিসংঘ
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডাব্লিউএ) এর প্রধান ফিলিপ লাজ্জারিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েলের চলমান যুদ্ধে গাজায় প্রায় ৪২ হাজার মানুষ জীবন বদলে দেওয়ার মতো আঘাত পেয়েছেন। এর প্রায় এক-চতুর্থাংশই হলো শিশু। খবর আল জাজিরার।
লাজ্জারিনি লিখেছেন, গাজা এখন আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি অঙ্গহীন শিশু দলকে আশ্রয় দেয়।’
ইউএনআরডাব্লিউএ -এর প্রধান আরও উল্লেখ করেন, যুদ্ধের সময় চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় গুরুতর আহত ব্যক্তিরা তাদের জীবন নতুন করে শুরু করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের সুবিধা পাচ্ছেন না।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) অক্টোবরের শেষে জানিয়েছিল, প্রায় তিন হাজার ৮০০ ফিলিস্তিনি শিশু জরুরি চিকিৎসা সেবা পেতে গাজা থেকে বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৭০ হাজার ১২৫ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৭১ হাজার ১৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলের মোট এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক