‘শতবর্ষের আলোয় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন
ডা. আবু রায়হান সম্পাদিত ‘শতবর্ষের আলোয় বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এম আব্দুল্লাহ এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আবু রায়হান বলেন, ‘করোনাভাইরাসের মহামারিতে দেশের মানুষের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে শতবর্ষের আলোয় বঙ্গবন্ধু বইটির সম্পাদনার কাজে হাত দেই। বিভিন্ন বই পড়ে বঙ্গবন্ধুকে যতটুকু জেনেছি, তাই এই বইয়ে লিপিবদ্ধ করেছি।’
‘বইটি পড়ে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্ম জানতে পারবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি, বঙ্গবন্ধুকে আমরা যত পড়বো ততই শিখবো। নতুন প্রজন্মকে আহ্বান জানাবো, বেশি করে বঙ্গবন্ধুকে জানুন তাহলেই ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধুকে জানতে পারবেন। যা আপনাদের জীবনে পাথেয় হিসেবে থাকবে।’
একাত্তর প্রকাশনা সংস্থা প্রকাশিত বইটি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এম আব্দুল্লাহ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘একজন চিকিৎসক মানুষের সেবার পাশাপাশি কষ্ট করে বঙ্গবন্ধুর উদ্ধৃতি ও বক্তব্য নিয়ে সংকলন করেছেন, যা আমাদের জন্য অনেক পাওয়া। আপনারা বইটি পড়লে অনেক কিছু জানতে পারবেন।’
ডা. আবু রায়হান ১৯৬৫ সালে ২০ জুন দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তের সম্পন্ন করেন।
ছাত্রজীবনে ডা. আবু রায়হান রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। তিনি স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে তিনি শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ও প্রকল্প পরিচলকের দায়িত্ব পালন করছেন।