শিল্পাচার্য জয়নুলকে জলরঙে শ্রদ্ধাঞ্জলি
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে ১৩ জুন শিল্পাঙ্গন গ্যালারি ও চিত্রশিল্পীদের সংগঠন ‘জলের ধারা’র উদ্যোগে শুরু হয়েছে জলরং চিত্রকর্ম প্রদর্শনী। ধানমণ্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে ৫৮ তরুণ শিল্পীর জলরঙে করা ৫৯টি চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। আয়োজনের শিরোনাম ‘জলের ধারা’।
প্রদর্শনীতে শুধু তরুণ নয়, কয়েকজন প্রবীণ শিল্পীর কাজও রয়েছে। প্রবীণদের মধ্যে রয়েছেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, হামিদুজ্জামান খান, অলকেশ ঘোষ ও বীরেন সোম।
১৩ জুন সন্ধ্যায় প্রদর্শনীটির উদ্বোধন করেন সাবেক কূটনীতিবিদ ও শিল্পসংগ্রাহক ইনাম আহমেদ চৌধুরী।
শিল্পাঙ্গন গ্যালারিতে ঢুকে যে কেউ এক নিমেষে দেখে আসতে পারেন ঢাকার অপরূপ বিভিন্ন খণ্ডচিত্র। ‘জলের ধারা’র এই প্রদর্শনীতে রমনা পার্ক, কার্জন হল, ধানমণ্ডি লেক, সোয়ারীঘাট, চিড়িয়াখানা, আমিনবাজার, পুরান ঢাকার সরু গলি, দালানকোঠাসহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থান ও সোনারগাঁর পানাম নগরী। আছে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনা ঘাট, পাড়ঘেঁষা নৌকাঘাটের দৃশ্যপট, আবার কারো চিত্রপটে উদ্ভাসিত হয়েছে নীলাভ জলে আবৃত সমুদ্র, কখনো গ্রামবাংলার অপার সৌন্দর্য।
শিল্পী বীরেন সোম, শিল্পী অলকেশ ঘোষ ও শিল্পী সোহাগ পারভেজের নেতৃত্বে এক জলরং কর্মশালার মধ্য দিয়ে ২০০৯ সালে ‘জলের ধারা’ নামক সংগঠনটি যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় ২০১৪ সালের ৫ থেকে ১৬ নভেম্বর চতুর্থবারের মতো ‘জলের ধারা’র জাতীয় জলরং কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে ঢাকা, রাজশাহী, জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলাসহ দেশের বিভিন্ন আর্ট কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থী ১২০ তরুণ শিল্পী অংশ নেন। এ কর্মশালায় নির্বাচিত চিত্রকর্মগুলো নিয়েই সাজানো হয়েছে প্রদর্শনীটি।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। প্রদর্শনী আগামী ৩ জুলাই প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।