নানা আয়োজনে শিল্পাচার্যের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন
বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের পুরোধা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে গত ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় শিল্পাচার্যের কর্মময় জীবন এবং বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের তাঁর অসীম ভূমিকা উঠে আসে এই সভায়।
আলোচনাসভা শেষে শিল্পাচার্যের জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ২০১৪ ও ২০১৫ সালে অনুষ্ঠিত বছরব্যাপী শিশু চিত্রাঙ্কন কর্মশালায় অংশগ্রহণকারী শিশুশিল্পীদের সনদপত্র বিতরণ করা হয়।
এরপর শিশুদের গল্প নিয়ে গল্পকারের গল্প শোনানো, সংগীত এবং ছোটদের পরিবেশিত নৃত্য নিয়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় শিশুদের অঙ্কিত প্রায় ১০০০ চিত্রকর্ম নিয়ে ১০ দিনব্যাপী চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
প্রদর্শনীটি চলবে আগামী ৭ জানুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।