‘আলিবাবা এবং চল্লিশ চোর’ নিয়ে এলো পদাতিক
আরব্য রজনীর প্রখ্যাত গল্প অবলম্বনে নতুন নাটক মঞ্চে এনেছে পদাতিক নাট্য সংসদ। নাম—‘আলিবাবা এবং চল্লিশ চোর’। নাটকটি পদাতিকের ৪৫তম প্রযোজনা। এর নাট্যরূপ দিয়েছেন উম্মে হানী, পরিচালনা করেছেন সুদীপ চক্রবর্তী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির আয়োজনে জলসিঁড়ি নবান্ন উৎসব ২০২৫-এ ১৭ নভেম্বর আবারও মঞ্চস্থ হতে চলেছে এই নাটক। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়নে গত ৮ ও ৯ নভেম্বর নাটকটি প্রথমবারের মতো মঞ্চস্থ করা হয়।
প্রথম দুই প্রদর্শনীরই অভূতপূর্ব সাফল্য ছিল। নাটকটি দেখতে বিপুল দর্শক উপস্থিত হয়েছিল, যারা মুগ্ধ হয়ে নাটকের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। এটি ছিল এক যুগান্তকারী নাট্যপ্রয়াস, যেখানে দর্শকরা একদিকে আরব্য রজনীর রহস্যময় গুহা ও গুপ্তধন খোঁজার মজা উপভোগ করেছেন, অন্যদিকে আলিবাবার সততা এবং মরজিনার বুদ্ধিমত্তার মাধ্যমে দুর্ধর্ষ চোরদের বিরুদ্ধে লড়াইয়ের উত্তেজনা অনুভব করেছেন।
নাটকটিতে আলিবাবা চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা জাবেদ পাটওয়ারী। তার মতে, ‘আরব্য রজনীর এই চিরন্তন গল্পটি সাধারণ মানুষের বুদ্ধি, সাহস এবং ন্যায়বোধের অসাধারণ জয়গাথা। আমরা চেষ্টা করেছি এই রোমাঞ্চকর মুহূর্তগুলো—গোপন গুহা, গুপ্তধন এবং চোরদের সঙ্গে আলিবাবার লড়াইকে নাটকীয়ভাবে দর্শকদের সামনে তুলে ধরতে।’
নাটকের অন্যান্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন হাসিনা আক্তার, নূর-ই-আলম, সৈয়দা শামছি আরা, জিনিয়া আজাদ, শাখাওয়াত হোসেনসহ আরও অনেক অভিনেতা।

বিনোদন ডেস্ক