এসিআই ফান কেক-আনন্দ আলো পুরস্কার পেলেন পলাশ মাহবুব
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/02/photo-1456898783.jpg)
পলাশ মাহবুব
এসিআই ফান কেক-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব। এবারের বইমেলায় পাঞ্জেরী থেকে প্রকাশিত পলাশ মাহবুবের ‘মা করেছে বারণ’ গ্রন্থের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
এ বছর আরো পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমাম, জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক ও ছড়াকার মামুন সারওয়ার।
বইমেলার শেষ দিন বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন। অচিরেই অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।