জয়ের আলোকচিত্রে জীবনের কলরোল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/28/photo-1464427297.jpg)
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারি এবং গ্যালারি জুমে শুরু হলো ‘লাইফ, লাইট অ্যান্ড কেওস’ শিরোনামে আলোকচিত্রী জয় কে রায় চৌধুরীর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী।
বিচ্ছিন্ন মানুষের মুখ, তাদের অভিব্যক্তি, তাদের অ্যাকশন এবং রি-অ্যাকশন নিয়ে ভিন্নধর্মী গল্পের মাধ্যমে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
নির্দিষ্ট ফ্রেমের মধ্যে সময়কে স্থিত করেই আলোকচিত্রী জয় তাঁর গল্প বলার চেষ্টা করেছেন। ক্যামেরার লেন্সে চোখ রেখে তুলে আনেন আমাদের জীবনের বাস্তবতা, অনুভূতি, সুখ-দুঃখ আর আনন্দ।
৩০টি পৃথক আলোকচিত্র দিয়ে সাজানো এই প্রদর্শনীতে জয় মানুষের জীবনের সাদামাটা গল্পগুলো সম্পূর্ণ নতুনভাবে দেখানোর চেষ্টা করেছেন।
চিত্রপ্রদর্শনীর পাশাপাশি জয়ের আঁকা মোবাইল ফোন আর্ট প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে গ্যালারি জুমে। জয় বিশ্বাস করেন, এই ছবি দেখে পরবর্তী প্রজন্মের মানুষ জীবনের সুন্দর দিকগুলো তুলে নিয়ে আসার অনুপ্রেরণা পাবে।
গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের।
বিশেষ অতিথি ছিলেন ইউরোপিয়ান প্রেসফটো এজেন্সির ফটোসাংবাদিক আবীর আবদুল্লাহ এবং হাতিল কমপ্লেক্স লিমিটেডের পরিচালক মশিউর রহমান।
জয় কে রায় চৌধুরী একজন উদ্যমী আলোকচিত্রী ও চিত্রশিল্পী। তিনি নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন।
প্রদর্শনীটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।