এবারের বইমেলায় রাফিদের ‘দ্বন্দ্বলিপি’
বাংলাদেশের তরুণ লেখক রাফিদ এবারের একুশে বই মেলায় নিয়ে আসছে তার পঞ্চম উপন্যাস ‘দ্বন্দ্বলিপি’। শিখা প্রকাশনীর মাধ্যমে আসছে এই বইটি।
বর্তমানে কানাডার ভ্যানকুভারে বসবাস করে রাফিদ। গত বছর তার তিনটি উপন্যাস প্রকাশ পেয়েছে। যেগুলো শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ পুরো বিশ্বে বিতরণ হয়েছে। যদিও বা পাঠকদের কাছে তার রোম্যান্স লেখার জন্য জনপ্রিয়, রাফিদ তার পরিসীমার বাইরে গিয়ে লিখেছে থ্রিলার ও কমেডি।
রাফিদের আসন্ন উপন্যাস দ্বন্দ্বলিপি একটা সায়েন্স ফিকশন ও ফ্যামিলি ড্রামা। গল্পটি একটি প্রবাসীর জীবনের উপর আবর্তিত, যে তার পরিবার থেকে দূরে চলে যাওয়ার পর কিছু রহস্যময় ঘটনার শিকার হতে থাকে। গল্পটি নিয়ে রাফিদ আরো বলেছেন, যে গল্পের মধ্যে একের পর এক টুইস্ট রয়েছে, যা পাঠকদেরকে গল্পের শেষ পর্যন্ত আটকে রাখবে।
শিখা প্রকাশনীর স্টল নাম্বার ৩০০-৩০৩ এ পাওয়া যাবে এই বইটি। এই স্টল ও রকমারিসহ আরো কিছু প্লাটফর্ম থেকে সংগ্রহ করা যাবে ‘দ্বন্দ্বলিপি’।