চারুকলায় চলছে শরৎ উৎসব
বর্ষা শেষ, এসেছে শরৎ। তাই প্রকৃতির ধরনও কিছুটা পাল্টে যাচ্ছে। শহরে চলছে বৃষ্টি আর রোদের লুকোচুরি খেলা। বর্ষ পরিক্রমায় প্রকৃতির বুকে ঠাঁই নিয়েছে কাশফুল। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুল জানান দিচ্ছে উৎসবের ঋতু শরতের বার্তা। ধীরে ধীরে শরৎ একটা বিশেষ আয়োজন উপলক্ষ্য হয়ে উঠেছে আমাদের কাছে। আর এই ঋতু নিয়ে নগরবাসীর মনে রঙ ছড়াতে শরৎ উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
আজ শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই উৎসব আয়োজন শুরু হয়। দিনব্যাপী চলবে শরৎ উৎসব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। যন্ত্রসঙ্গীত শিল্পী ইউসুফ খানের সরোদ বাদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শরৎ উৎসব। এরপর শরৎ বন্দনা করে একক ও দলীয় গান, নৃত্য ও আবৃত্তি দিয়ে সাজানো হয় অনুষ্ঠান।
দিনব্যাপী এই আয়োজনে বাঙালি জাতির সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলা হবে। একে একে নাচ, গান, আবৃত্তি আর বর্ষা কথনের মধ্য দিয়ে শারদীয় আবেশ ফুটিয়ে তোলা হবে শ্রোতা বা দর্শকের মনে।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে হচ্ছে এই শরৎ উৎসব। শরতের শুভ্রতা প্রকৃতি ও মানুষের মাঝে ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানায় আয়োজক।