আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, আটক ৩
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে চাঁদাবাজি করায় তিনজনকে আটক করেছে র্যাব। আজ শনিবার সকালে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-৮।
গতকাল শুক্রবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ছায়াতদন্ত শেষে অভিযুক্তদের আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাকিব হাসান শুভ, নাহিদ হোসেন ও নাজমা বেগম। তারা সবাই পটুয়াখালীর বাউফল এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট শহিদুল ইসলাম বলেন, ‘পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত গাড়িচালক রফিকুল ইসলামের কাছে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসত তিনজনের একটি চক্র। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৬ অক্টোবর তাঁকে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছাড়াসহ তাঁর ছেলেকে হত্যারও হুমকি দেয় অভিযুক্তরা।’
শহিদুল ইসলাম বলেন, ‘১০ অক্টোবর দুই দফায় মোট আট লাখ টাকা দেন গাড়িচালক রফিকুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী র্যাবের পটুয়াখালী ক্যাম্পে অভিযোগ করে। ছায়াতদন্ত শেষে গতকাল শুক্রবার পটুয়াখালী ও ঢাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।’
এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।