আশুলিয়ায় দুর্বৃত্তদের কোপে কলেজছাত্র আহত
সাভারের আশুলিয়ায় এক কলেজছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ওই কলেজছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ধামসোনা ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আহত রাব্বিল আল আমিন সিফাতের (২১) বাবা সুলতান মাহমুদ বাদী হয়ে এ ঘটনায় আশুলিয়া থানায় আলমগীর, বাসেদ, নজরুল এবং রিপন নামের দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন।
মামলায় বলা হয়, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কলেজছাত্র সিফাত কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বাঁশবাড়ি এলাকায় বেড়াতে যান। এ সময় সেখানে ওত পেতে থাকা আলমগীর, রিপন, বাসেদ, নজরুল ও রিপন তাঁকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে সঙ্গে থাকা বন্ধুরা সিফাতকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় সিফাতকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আহতের বাবা সুলতান মাহমুদ বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আমার ছেলেকে কুপিয়ে জখম করেছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘কলেজছাত্রকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’