ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই : ইসি
ইভিএমের ওপর আস্থা রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘ইভিএম নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় থাকলেও এ যন্ত্র দিয়ে কারচুপি করার কোনো সুযোগ নেই। যন্ত্রের পেছনে থাকা কেউ দুষ্কর্ম করার চেষ্টা করলে, কমিশন কাউকে প্রশ্রয় দেবে না।’
আজ শনিবার রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, ‘ইভিএম একটি নতুন প্রযুক্তি, তাই হয়তো অনেকের সংশয় রয়েছে। কিন্তু কমিশন ইতোমধ্যে কয়েকটি নির্বাচনে ইভিএম ব্যবহার ও নানা ধরনের পরীক্ষা করে নিশ্চিত হয়ে আগামী সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের রোডম্যাপ করেছে।’
রাশেদা সুলতানা আরও বলেন, ‘ইভিএম যন্ত্রের কোনো ত্রুটি নেই, যন্ত্রের ভেতরে ম্যানুপুলেশন করার কোনো সুযোগ নেই। ইভিএম মেশিন দিয়ে জাল ভোট দেওয়া সম্ভব নয়।’
রংপুর সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি দেখতে রাশেদা সুলতানা রংপুর এসেছেন। তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘রংপুরে রাখা যেসব ইভিএম মেশিন নষ্ট হয়েছে, সেগুলো ঢাকায় পাঠানো হবে এবং নুতন করে আরও ভালো ইভিএম মেশিন রংপুরে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল বাতেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, সিটি এসবির ডিসি আবু বক্কর সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।