খালেদা জিয়াকে কটূক্তির প্রতিবাদে পল্টনে মশাল মিছিল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে রাজধানীর পল্টন এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি। আজ বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিলটি নাইট এঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।
মিছিলে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আলম নয়ন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ডা. জাহিদুল কবির, যুবদল নেতা শান্ত, নাসিরসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
মিছিল শেষে বিএনরি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, এ সরকারের সময় শেষ। তাই বেসামাল হয়ে প্রধানমন্ত্রী উল্টা পাল্টা বলছেন। প্রধানমন্ত্রীর জায়গা গণভবন নয়, তাঁকে পাবনা পাঠানো উচিত।
তিনি বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলনের অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে।