জেরুজালেমে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু
এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ১৯ বছর বয়সী ওই ফিলিস্তিনি কিশোরের নাম করিম জামাল আল-কওয়াসমি।
স্থানীয় সময় রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে বায়তুল আকসা মসজিদের অন্যতম প্রবেশপথ বাব-হাত্তার সামনে তাকে হত্যা করা হয়। খবর আল জাজিরার।
ওই কিশোরের বিরুদ্ধে ছুরিকাঘাতে দুই ইসরায়েলি কর্মকর্তাকে আহত করার অভিযোগ এনেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই যুবক পূর্ব জেরুজালেমের জাবাল আল-তুর এলাকার বাসিন্দা। ইসরায়েলি বাহিনী ওই কিশোরকে হত্যার কয়েক ঘণ্টা পরই আল-তুরে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেপ্তার করে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে ওই দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে কিশোরের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সব প্রবেশপথ বন্ধ করে দেয়, পরে সেগুলো আবার খুলেও দেওয়া হয়।
এর আগে, গত ১ মার্চ ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হন।