ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নামে এক শিক্ষার্থী নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের হবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেয়।
এ সময় তারা ক্যাম্পাসে নির্মীয়মান ভবনগুলোর সামনে দাঁড়ানো কয়েকটি ট্রাকে ভাঙচুর করে। নিহত মাহমুদ হাবিব হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আহত দুই শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হিমেলসহ তিনজন একটি মোটরসাইকেলে করে হলে ফিরছিলেন। এ সময় নির্মাণসামগ্রী নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। হবিবুর রহমান হলের সামনে ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে হিমেল ট্রাকের নিচে পড়ে যান। এ সময় তার উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলটির অপর দুজন আহত হয়েছেন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ট্রাকসহ পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে সরে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।