ঢামেক মর্গে মরদেহের পরিচয় মিললো ৮ দিন পর
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ফেলে যাওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে।
আজ বুধবার (২৬ এপ্রিল) ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কীভাবে তিনি মারা গেছেন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে।’
নিহতের পরিচয় নির্ণয়ে শাহবাগ থানা-পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গার প্রিন্ট নেয়। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। মৃতের নাম মো. আসলাম। তিনি ফরিদপুর সদরপুরের কালাম মিয়ার ছেলে।
বাচ্চু মিয়া আরও বলেন, ‘প্রথমে মরদেহের বিষয়ে দারুসসালাম থানায় জানিয়েছিলাম। থানা-পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হতে পারেনি। সেই থেকে মরদেহ ঢামেক মর্গে ছিল। কেউ দায়িত্ব না নেওয়ায় সর্বশেষ শাহবাগ পুলিশ দায়িত্ব নেয়। তারা সুহরতহাল প্রতিবেদন তৈরি করে।’
এর আগে, ১৮ এপ্রিল দুপুরে আহত অবস্থায় আসলামকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এক ব্যক্তি। আসলামের মৃত্যু হওয়ার পর সেখান থেকে কেটে পড়েন তিনি। এরপর থেকে টানা আট দিন মর্গে পড়ে ছিল মরদেহটি।