নরসিংদীতে টেঁটাবিদ্ধ সেই বাচ্চুর মৃত্যু
নরসিংদীর রায়পুরার শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হওয়ার ২০ দিন পর বাচ্চু হক (৪৫) মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে ১৮ দিন চিকিৎসা নিয়ে গত বুধবার উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আগারনগরে বোনের বাড়ি ফেরেন বাচ্চু। বাড়ি ফেরার দুই দিনের মাথায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত বাচ্চু হক রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
এর আগে গত ১৯ নভেম্বর ভোর ৫টার দিকে গজারিয়াকান্দি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আজগর আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়। আর দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গজারিয়াকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক ইউপি সদস্যের বিরোধে এই সংঘর্ষ হয়।
শ্রীনগর ইউপির চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের ২০ দিন পর আজ টেঁটাবিদ্ধ বাচ্চু হকের মৃত্যু হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে এ পর্যন্ত তিন জনের মৃত্যু হলো।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ‘বাচ্চু হকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’