নাঈমকে গাড়িচাপা দেওয়া রাসেল খান সিটি করপোরেশনের চালক নন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যে ময়লার গাড়িটি নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানকে (১৭) চাপা দেয়, সেটি চালাচ্ছিলেন রাসেল খান। তিনি সিটি করপোরেশনের চালক নন। তবে, টাকার বিনিময়ে গাড়িটি চালাচ্ছিলেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তানের ঘটনাস্থল থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য এনটিভি অনলাইনকে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া।
ওসি বলেন, ‘টাকার বিনিময়ে রাসেল খান ময়লা আনতে সায়েদাবাদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। তিনি সিটি করপোরেশনের কেউ নন।’
তবে, গাড়িটির মূল চালক হারুন অর রশিদ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রাসেল খানকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল বুধবার দুর্ঘটনাটি ঘটনার পর এ প্রতিবেদককে জানিয়েছিলেন গুলিস্তানে অবস্থিত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান। তিনি বলেছিলেন, ‘গাড়িটি চালাচ্ছিলেন রাসেল খান। নাঈমকে চাপা দেওয়ার সময়ই রাসেলকে গ্রেপ্তার করা হয়। সে সময় ময়লার গাড়িটিও জব্দ করা হয়।’
ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘আমরা সিটি করপোরেশন থেকে শুনেছি নাঈমকে চাপা দেওয়া গাড়িটির মূল চালক হারুন অর রশিদ। কিন্তু, তিনি গাড়িতে ছিলেন না। গতকাল সায়েদাবাদ থেকে রাসেল খানের কাছে হারুন গাড়িটি বুঝিয়ে দেন। সে সময় হারুন রাসেলকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ময়লা উঠিয়ে আনতে বলেন। এ কথা বলে হারুন বাসায় চলে যান। রাসেল খান মূলত সিটি করপোরেশনের কেউ নন। অল্প কিছু টাকার বিনিময়ে তিনি ময়লা উঠিয়ে আনতে যাচ্ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর জানতে চেয়েছিলাম, তখন তিনি এসব কথা বলেন।’
মো. সালাউদ্দিন মিয়া আরও বলেন, ‘রাসেল খানও একজন চালক বলে আমাদের কাছে দাবি করেছেন। তবে, তিনি কোনো লাইসেন্স দেখাতে পারেননি। যদিও রাসেল বলেছেন, একটি ছোট গাড়ির লাইসেন্স তাঁর রয়েছে। তবে, তিনি কাজগপত্র হারিয়ে যাওয়ার কথা বলছেন। এ ছাড়া ছোট গাড়ির কাগজপত্র দিয়ে বড় গাড়ি চালানোও তো বেআইনি। আমরা হারুন অর রশিদকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। তিনি পলাতক আছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ সিটির পরিবহণ বিভাগের মহাব্যবস্থাপক বিপুল চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘গ্রেপ্তার করা রাসেল খানকে আমি চিনি না। তবে শুনেছি, তিনি শ্রমিক হিসেবে কাজ করেন। দক্ষিণ সিটিতে ভারী যানবাহন আছে ৩১৭টি। বিপরীতে চালক আছে ৮৬ জন। চালক সংকট তো আমাদের আছেই।’