পদ্মায় ট্রলারডুবি : এখনও মেলেনি দুই শিক্ষকের সন্ধান
ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির ১৬ ঘণ্টা পার হলেও এখনও নিখোঁজ দুই শিক্ষকের খোঁজ মেলেনি। এরই মধ্যে ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল আজ বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
নিখোঁজ দুজন হলেন সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আজমত হোসেন ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, আজ ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা শুরু করেছে। এ ছাড়া পাটুরিয়া থেকে তিন সদস্যের একটি ডুবরিদল উদ্ধার কাজে অংশ নিয়েছে। পানির স্রোত বেশি থাকায় নিখোঁজেরা কোন দিকে যেতে পারেন, সেদিকে খেয়াল রেখে ডুবুরিদল কাজ শুরু করেছে।
গতকাল বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় নিখোঁজ হন দুই শিক্ষক। তীরে উঠে আসা আবুল হাসান নামের অপর এক শিক্ষক জানান, গতকাল বিকেল ৪টার দিকে খলিল মণ্ডলের হাট এলাকা থেকে শহরের সাতটি স্কুলের ১৫ জন শিক্ষক বন্যা দেখতে ট্রলার ভাড়া করে বের হন। এরপর সিঅ্যান্ডবি ঘাট এলাকা পর্যন্ত এসে আবার ফিরে যাওয়ার সময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পাশে থাকা একটি বড় কার্গো জাহাজের নিচে চলে যায়। এ সময় ট্রলারটিতে থাকা ১৫ জন শিক্ষকের মধ্যে ১৩ জন পাড়ে উঠতে পারলেও দুজন উঠতে পারেননি।