পুলিশের ওপর হামলা : আদালতে টুকুসহ সাতজন
পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাতজনকে রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ শুক্রবার দুপুরে তাদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় বিচারক তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছে।
আদালতসূত্রে জানা গেছে, সাতজনের পক্ষে আইনজীবী জামিন আবেদন করলে তা শুনানি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হবে।
নথি থেকে জানা গেছে, গত ৪ ডিসেম্বর সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনকে আদালতে হাজির করে পুলিশ। এরপরে তাদের চার দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। রিমান্ডে পাওয়া অন্য আসামিরা হলেন- যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।
এজাহার থেকে জানা গেছে, গত ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বাদী হয়ে বিএনপি নেতা রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় ১০০-১৫০ অজ্ঞাত আসামি করা হয়।