পুলিশের দ্রুত সেবায় ‘কুইক রেসপন্স অ্যান্ড রিপোর্ট’
জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতে পিরোজপুরে উদ্বোধন করা হয়েছে ‘কুইক রেসপন্স অ্যান্ড রিপোর্ট’ (কিউআরআর) কার্যক্রম। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। হোটাসআপভিত্তিক এ কার্যক্রমটি জাতীয় জরুরি সেবার কার্যক্রমকে আরও তরান্বিত করবে বলে অনুষ্ঠানে থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এ কার্যক্রমের আওতায় জেলার ৫৩টি ইউনিয়ন, চারটি পৌরসভা ও ৬৭টি বিট এলাকাকে ২৪টি কিউআরআর টিমে ভাগ করা হয়েছে। থানার ভ্রাম্যমাণ দল থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এ গ্রুপের আওতাধীন থাকবেন। আর সবার উপরে মনিটরিং এ থাকছেন বরিশাল রেঞ্জের ডিআইজি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয়, এ কার্যক্রমের মাধ্যমে ভ্রাম্যমাণ পেট্রল দল সংবাদ গ্রহণের সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। টিম ঘটনাস্থল সংরক্ষণ, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে প্রেরণ, আহত ব্যক্তিদের ছবি তোলা, সংশ্লিষ্ট বক্তব্যের ভিডিওধারণসহ প্রয়োজনীয় কাজ করবেন।
বরিশাল বিভাগে পিরোজপুর জেলা থেকে এ কার্যক্রমের সূচনা হয়।