‘বাংলাদেশ থেকে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নেওয়া উচিত’
বাংলাদেশ থেকে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নেওয়া উচিত বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে প্রতিবাদ সভায় সাজিদুর রহমান এ কথা বলেন।
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে সদ্য বহিষ্কৃত দুই নেতার কটূক্তির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া উলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত সভা থেকে হেফাজতে ইসলামের মহাসচিব দ্রুত নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে ভারতকে বিশ্ব মুসলমানের কাছে ক্ষমা চাইতে বলেন। এ ছাড়াও তিনি কটূক্তির বিষয়ে বাংলাদেশ সরকারকে নিন্দা ও প্রতিবাদের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুবারকুল্লাহ, মুফতি এনামুল হাসান প্রমুখ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।