ভালুকায় স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি
ময়মনসিংহের ভালুকায় সন্ধ্যায় বোমা ফাটিয়ে দোকান লুটের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্বর্ণব্যবসায়ীরা। নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা। আজ রোববার এমন দাবিতে মানববন্ধনও করেছেন স্বর্ণব্যবসায়ীরা।
জানা গেছে, ২৪ জুলাই সকালে ভালুকা-গফরগাঁও সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভালুকার স্বর্ণব্যবসায়ীরা। তাদের দাবি—গত বুধবার প্রদীপ জুয়েলার্সে সন্ধ্যায় বোমা ফাটিয়ে ২০০ ভরি স্বর্ণ লুট হয়েছে। ডাকাতরা প্রদীপ জুয়েলার্সের মালিক অধীর কর্মকারকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করেছে। পুলিশ এখনো জড়িতদের খুঁজে বের করতে পারেনি। তাই তারা আতঙ্কের মধ্যে আছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সারা জীবনের কামাই একদিনে লুট হয়ে গেলে এবং প্রাণনাশের ভয় নিয়ে ব্যবসা করা যায় না।’ তাঁরা প্রশাসনের কাছে ব্যবসা ও জানমালের নিরাপত্তার দাবি জানান। একইসঙ্গে ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় এনে বিচারের দাবি জানান।