ময়মনসিংহে ফকরুল ইমামের কুশপুত্তলিকা দাহ
ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টি থেকে সদ্য বহিষ্কৃত নেতা কাওসার আহমেদের নেতৃত্বে ঝাড়ু মিছিল। ছবি : এনটিভি
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত দলীয় সংসদ সদস্য ফখরুল ইমামকে ময়মনসিংহে কুশপুত্তলিকা দাহসহ ঝাড়ু মিছিল করেছে জাতীয় তরুণ পার্টির একাংশ। এই কর্মসূচির নেতৃত্ব দেন দল থেকে সদ্য বহিষ্কৃত নেতা কাওসার আহমেদ। আজ মঙ্গলবার এসব কর্মসূচি পালিত হয়।
কাওসার আহমেদ জাতীয় তরুণ পার্টির ময়মনসিংহ জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
আজ বিকেলে শহরের ধোপাখোলা মোড়ে ঝাড়ু মিছিল শেষে কাওসার আহমেদ সমর্থিত নেতাকর্মীরা ফখরুল ইমামকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে তাঁর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান।
কর্মসূচিতে কাওসার আহমেদ বলেন, ‘আমি জাতীয় তরুণ পার্টির জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম। একদিন আগে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফকরুল ইমাম জি এম কাদেরকে দিয়ে এ কাজ করিয়েছেন। আমি এর প্রতিবাদে মাঠে নেমেছি।’

আইয়ুব আলী, ময়মনসিংহ