রাতে দোকান বন্ধের নির্দেশ অমান্য, ৬ জনকে জরিমানা
 
          বাগেরহাটের মোংলায় গতকাল সোমবার রাতে দোকান বন্ধের  নির্দেশ অমান্য করায় অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি        
          রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ছয় দোকানমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত ১১টার পর ঘণ্টাব্যাপী চলে এই আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
জানা গেছে, রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও কেউ কেউ তা মানছেন না। গতকাল সোমবার রাত ৮টার পরও অনেক দোকানপাট খোলা ছিল। এমন অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাত ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ছয় দোকানমালিককে জরিমানা করেন ইউএনও কমলেশ। এর মধ্যে জুয়েলার্স, ওয়ার্কশপ ও চায়ের দোকান রয়েছে। এই ছয় দোকানমালিককে মোট সাত হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

 
                   আবু হোসাইন সুমন, মোংলা
                                                  আবু হোসাইন সুমন, মোংলা
               
 
 
 
