শাহ আমানতে ১৫০ স্বর্ণের বার জব্দ
 
          চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দকৃত ১৫০টি স্বর্ণের বার। ছবি : এনটিভি        
          চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবুধাবী থেকে আসা বিমানের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস। আজ সোমবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটের একটি সিটের নিচ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নুরুল আলম জানান, ১৫০টি স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
ওই ফ্লাইটের সিটের নিচে কালো টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণগুলো পাওয়া গেছে বলে জানান উইং কমান্ডার।

 
                   আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
                                                  আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
               
 
 
 
