অবৈধ যান বন্ধে শৈলকূপায় বাস ধর্মঘট
ঝিনাইদহ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আজ শুক্রবার শৈলকূপা উপজেলায় বাস চলাচল বন্ধ রেখেছে। দাবি মানা না হলে আগামী রোববার থেকে সমগ্র জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। বিকেলে সংগঠনের সভাপতি মো. রোকনুজ্জামান রানু ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈধ ও অবৈধ যানবাহন মালিকদের দ্বন্দ্বের জেরে এরই মধ্যে শৈলকূপায় পাঁচটি বাস আটকা পড়েছে। অন্যদিকে ঝিনাইদহে পাঁচটি মাহিন্দ্রা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে।
শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ১ আগস্ট থেকে মহাসড়কে কোনো ধরনের অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। জেলা বাস মালিক সমিতি ও মাহিন্দ্রা মালিকদের মধ্যে বৈঠক করে সমস্যা সমাধান করার চেষ্টা চলছে।
বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উচ্চ আদালত থেকে মাহিন্দ্রা, জেএসএ, নছিমন, করিমন, আলমসাধু, গ্রামবাংলা, অটোভ্যান মহাসড়কে চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশ কার্যকর করার পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দফায় দফায় অনুরোধ করা হলেও কোনো ফল আসেনি। পাশাপাশি ব্যাটারিচালিত ইজিবাইকগুলো নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র চলছে। ফলে বাস-মিনিবাস মালিক ও শ্রমিকরা নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

মিজানুর রহমান, ঝিনাইদহ