ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলে সংঘর্ষ
ঝিনাইদহে আন্তস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সরকারি বালক বিদ্যালয় এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি ফাঁকা গুলি বর্ষণ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছে, ভাঙচুর করা হয়েছে দুটি ইজিবাইক। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরকারি বালক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল জানান, দুই স্কুলের মধ্যে খেলা চলাকালে সমর্থকদের মধ্যে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। পরে ইট ও লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুজন ছাত্র আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার পর উভয় বিদ্যালয়ে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।

মিজানুর রহমান, ঝিনাইদহ