নারকেলপাড়া নিয়ে ঝগড়া, গৃহবধূকে হত্যার চেষ্টা!
 
নারকেলপাড়া নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে বিউটি আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় বিউটির ছেলে রাকিব বেপারি (২৪) ও মেয়ে প্রমিতা আক্তারকেও (২০) কুপিয়ে জখম করা হয়।
গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ভোগকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় রাকিব বেপারি বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি মামলা করেছেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।
গোসাইরহাট থানা পুলিশ ও আহতের স্বজনরা জানান, উপজেলার গোসাইরহাট ইউনিয়নের ভোগকাঠি গ্রামের হোসেন বেপারির সঙ্গে একই বাড়ির মুজাফ্ফর বেপারির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে ওই জমির একটি নারকেল গাছ থেকে নারকেলপাড়া নিয়ে হোসেন বেপারির স্ত্রী বিউটি বেগম ও ছেলে রাকিব বেপারির সঙ্গে প্রতিপক্ষ মুজাফ্ফর বেপারি, শাহজালাল বেপারি ও তাঁর স্ত্রী জাহানারা বেগমের কথা কাটাকাটি হয়।
এ নিয়ে বিকেল ৩টার দিকে আবারও কথা কাটাকাটি হলে একপর্যায়ে মুজাফফর বেপারি ও শাহজালাল বেপারি বিউটি বেগমকে চুলের মুঠি ধরে ধারালো অস্ত্র দিয়ে গলায় পোচ দেন। মায়ের চিৎকার শুনে রাকিব ও প্রতিমা আক্তার ছুটে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তাঁরা।
পরে আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বিউটি আক্তারকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বিউটির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় আজ বুধবার সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁরা সবাই পলাতক রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে।
এ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

 
                   আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
                                                  আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
               
 
 
 
