মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১২, আটক ১৬
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে নারীসহ কমপেক্ষ ১২ জন আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ২০টি ঘরবাড়ি পুড়ে গেছে। ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের খবির খাঁ ও মন্নান লস্করের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রুপের লোকজন। সংঘর্ষে দুই নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা ২০ বাড়িতে অগ্নিসংযোগ করে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায় বলে জানান ওসি।
ওসি জিয়াউল বলেন, আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্দেহজনক ১৬ জনকে আটক করেছে পুলিশ।