ঘুমন্ত কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ২ বন্ধু আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর গ্রামে গত শনিবার দিবাগত রাতে ঘুমন্ত এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তাঁর দুই বন্ধুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
নিহত মাসুদ রানা (২০) ছোট লতিফুর গ্রামের নুরুল ইসলাম নবীর ছেলে। তিনি কালিয়াকৈর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নুরুল ইসলাম নবী তাঁর ছেলে মাসুদ রানাকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। এরপর শনিবার রাতে মাসুদ রানা তাঁর দুই বন্ধু পারভেজ (২০) ও অমিতকে (২২) নিয়ে এসে বাসায় ঘুমান। গভীর রাতে ওই দুই বন্ধু কাঁচি দিয়ে মাসুদ রানাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় মাসুদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা মাসুদ রানাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই প্রতিবেশীরা অমিত ও পারভেজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মাসুদের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কাঁচি উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর