মুন্সীগঞ্জে রাস্তার পাশে মুদি দোকানির লাশ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর এলাকা থেকে মো. আলমগীর হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে রাস্তার পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
আলমগীর হোসেন বালাসুর এলাকার বাসিন্দা। তিনি একটি মুদি দোকানের মালিক।
মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীদুল জানান, আজ সকালে রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ সোয়া ৮টার দিকে ঘটনাস্থলের দিকে রওনা হয় ও ৯টার দিকে লাশ উদ্ধার করে।
নিহত মুদি দোকানির শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে ওসি জানান, ময়নাতদন্তের পরই এ বিষয়ে বলা যাবে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। ঘটনাস্থল থেকে লাশ থানায় আনার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।