আলহাজ জুটমিলের অর্ধশতাধিক শ্রমিকের ডায়রিয়া

জামালপুরের সরিষাবাড়ীতে আলহাজ জুটমিলে সাপ্লাইয়ের পানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলহাজ জুটমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন জানান, সোমবার রাতের পালার শ্রমিকরা বিভিন্ন খাবার খাওয়ার পর কারখানার সাপ্লাইয়ের পানি পান করেন। পানি পান করার পর থেকেই অধিকাংশ শ্রমিকের পেটব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। রাত থেকে সকাল পর্যন্ত অসুস্থ শ্রমিকদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুর পর্যন্ত সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন ও জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমতাজ উদ্দিন জানিয়েছেন, হাসপাতালে ভর্তি সব শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। মিলের সাপ্লাইয়ের পানির মাধ্যমে এই ডায়রিয়া ছড়িয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতন বলেছেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।