রাইস কুকারে ইয়াবা, খুলনায় গ্রেপ্তার ২
খুলনায় অভিনব কায়দায় রাইস কুকারে ইয়াবা বহনের সময় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শনিবার দুপুর সোয়া ১টায় নগরীর পিকচার প্যালেসসংলগ্ন এসএ পরিবহন কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো এসএ পরিবহন (কুরিয়ার সার্ভিস) খুলনা অফিস থেকে রিসিভ করেছিল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী শাম্মী রহমান (২৫) ও নগরীর লবণচরা মোহাম্মাদিয়াপাড়া এলাকার শেখ মোস্তফার ছেলে সাইফুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, এসএ পরিবহনের চট্টগ্রাম নিউমার্কেট শাখা থেকে নোভা সুপার কিং রাইস কুকারের একটি কার্টন ওই কুরিয়ারের খুলনা অফিসে পাঠানো হয়, যার প্রেরক হিসেবে গ্রেপ্তারকৃত শাম্মী রহমানের স্বামী তরিকুল ইসলামের নাম রয়েছে। স্বামীর পাঠানো ইয়াবার চালান ছাড়িয়ে সড়কে বের হওয়ার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিতে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
খুলনা সদর থানার এসআই টিপু সুলতান জানান, স্বামী-স্ত্রী দুজনই ইয়াবা ব্যবসায়ী। চট্টগ্রাম থেকে স্বামী অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসে রাইস কুকারের কার্টনে ইয়াবা পাঠিয়ে স্ত্রীকে দিয়ে নির্ধারিত স্থানে পৌঁছে দেয়। এদের সহযোগীদেরও গ্রেপ্তার করা হচ্ছে।
এ ব্যাপারে খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা