নারায়ণগঞ্জের ২৫ শ্রমিক গণমনস্তাত্ত্বিকে আক্রান্ত
নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় গণমনস্তাত্ত্বিকে আক্রান্ত হয়েছে অন্তত ২৫ শ্রমিক। আজ বুধবার সকালে খানপুরের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর ক্যান্টিনে বসে নাস্তা করে। এরপর এক এক করে কয়েকজন শ্রমিক অচেতন হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে আরো শ্রমিক অসুস্থ হতে থাকলে তাদের তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভাবে কমপক্ষে ২৫ জন শ্রমিক আক্রান্ত হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায়ও ২০ শ্রমিক অচেতন হয়ে পড়ে।
৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, ‘অসুস্থ হয়ে আসা শ্রমিকরা গণমনস্তাত্ত্বিকে আক্রান্ত হয়েছে। এতে ভয়ের কিছু নেই। প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ বোধ করায় তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’