দিনাজপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/04/dinajpur.jpg)
দিনাজপুরে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা প্রেসক্লাবে এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২১ বর্ষে পদার্পণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনটিভির দিনাজপুর স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল হুদা দুলাল। আরও বক্তব্য দেন এনটিভির সাবেক সিনিয়র রিপোর্টার প্রমথেশ শীল, দৈনিক কালেরকণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, সাংবাদিক সেলিম আহমেদ, বিএনপিনেতা মো. মঞ্জুরুল আলম, মো. ফরিদ উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক মানবজমিনের দিনাজপুর প্রতিনিধি মুহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক বর্তমানের দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান, ক্রীড়া সম্পাদক মনসুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ বিপ্লবসহ প্রেসক্লাবের নির্বাহী ও অন্যন্য সদস্য, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপিনেতা মোহাম্মদ আব্দুল্লাহ, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউর রহমান রাজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্যরা কেক কাটেন।