পেঁয়াজের বাজারে অভিযান অব্যাহত
ফরিদপুরে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত রয়েছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) শহরের চকবাজারে সাপ্তাহিক হাটে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মুড়িকাটা পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার তদারকি করা ছাড়াও দাম সঠিকভাবে নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো হয়।
আজ পেঁয়াজের বাজারে মুড়িকাটা নতুন পেঁয়াজ প্রতি কেজি পাইকারি ৫০ থেকে ৬৫ টাকা এবং খুচরা বাজারে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। তবে পুরাতন পেঁয়াজ বাজারে খুব দেখা যায়নি। বাজারে পুরাতন পেঁয়াজ কেজি ১০০ থেকে ১১০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের।
এ বিষয়ে ফরিদপুরের ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, পেঁয়াজের বাজারে অভিযান অব্যাহত রাখা হয়েছে। দাম সহনশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে সবসময় যোগাযোগ করা হচ্ছে। কোনো ব্যবসায়ী যদি অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।