শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় মামলা
রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করার পর শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে শিশুটির বাবা মো. শামীম আহামেদ। আজ মঙ্গলবার ( ৯ জানুয়ারী) রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন তিনি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই ডাক্তার ও পরিচালককে আসামি করা হয়েছে।
এদিকে আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে শিশুর মৃত্যুর ঘটনায় একটি রিট দায়ের করেন। একইসঙ্গে রিটে শিশু আয়ানের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের ডাক্তারি সনদ বাতিল এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
অপরদিকে, সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল আয়ান। গত ৩১ ডিসেম্বর তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খৎনা করায় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অভিভাবকদের অনুমতি ছাড়াই খৎনা করানো হয়ে বলে অভিযোগ করেন তার বাবা শামীম আহমেদ।
শিশু আয়ানের বাবা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, হাসপাতালের অব্যবস্থাপনার কারণে তার সন্তানের মৃত্যু হয়েছে। সাত দিন গুলশানের ইউনাইটেড হাসপাতালে পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর গত রোববার মাঝরাতের দিকে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
গত ৫ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ জানিয়েছিলেন, ‘আয়ান আমার পরিবারের বড় ছেলে। তার ৬ মাসের ছোট্ট একটা বোন আছে। আয়ানের মা কান্নাকাটি করতে করতে নিজেও অসুস্থ প্রায়। ইউনাইটেডের এক ঘটনায় আমার পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে।’