নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে জান্নাতি (১৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন জান্নাতির মৃত্যু হয়।
আজ দুপুর পৌনে ১২টার দিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘জান্নাতির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আগে সোমবার ৩৫ বছর বয়সী রহিমা বেগম মারা গেছেন।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগপাড়া এলাকায় গত ২৪ জানুয়ারি একটি টিনশেড বাসায় গ্যাসের চুলায় মশার কয়েল জ্বালানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এখনও চিকিৎসা নিচ্ছেন সুখী আক্তার ও রিতু। দুজনের মধ্যে সুখীর শরীরের ১৭ শতাংশ ও রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছে।