আইটি সেক্টরে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে : প্রতিমন্ত্রী পলক
‘আইটি সেক্টরে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে’ উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যে ছেলে আরেকজন মেয়েকে সম্মান দিতে পারে না, যে স্বামী তার স্ত্রীকে মর্যাদা দিতে পারে না, সে কখনও নিজেকে স্মার্ট হিসেবে দাবি করতে পারেন না।’
আজ শুক্রবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পরিবারে একজন চাকরি করলে একটি পরিবারই স্বাবলম্বী হয়, কিন্তু কেউ উদ্যোক্তা হলে তার অধীনে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। আইটি সেক্টরে সবমিলিয়ে আমাদের ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রশিক্ষণ, পুঁজি, প্রযুক্তির সঙ্গে তারুণ্য ও মেধাকে কাজে লাগিয়ে আমাদের তরুণ-তরুণীরা দেশের চাহিদা মিটিয়ে উন্নত দেশের চাহিদানুযায়ী ফ্রিল্যান্সিং করবে।
জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে ২৬৫ নারীর হাতে ‘হার পাওয়ার প্রকল্প’-এর অধীনে ল্যাপটপ তুলে দেওয়া হয়।