‘কারাগারে কেমন আছেন’ প্রশ্নে হাসলেন পলক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/plk.jpg)
জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এ দিন ঢাকার সিএমএম আদালতে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় পলককে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড শুনানি শেষে পলককে কারাগারে নেওয়ার সময় হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে নেওয়া হয়। এ সময় পলক সাংবাদিকদের বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়।
পলকের এই বার্তা কার উদ্দেশে- এমন প্রশ্নে তিনি বলেন, কারা ভয় ছড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কারাগারে কেমন আছেন প্রশ্ন করা হলে পলক কিছু না বলে শুধু হাসেন।