ঝালকাঠিতে বাসচাপায় ব্যবসায়ী নিহত
ঝালকাঠির কাঁঠালিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় আবু তালুকদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে কাঁঠালিয়া-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ভোরে আমুয়া যাওয়ার পথে কাঁঠালিয়ার বান্ধাঘাটা বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ী মো. আবু তালুকদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবু তালুকদার বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। তিন থেকে চার ঘণ্টা শতাধিক যানবাহন ওই সড়কে আটকা পড়ে।
নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে। তিনি বান্ধাঘাটা বাজারে মুদি ও মনোহারি ব্যবসায়ী ছিলেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়।’