চাঁদপুর আগুনে পুড়ল ১২ দোকান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/01/thaam.jpg)
চাঁদপুরে আগুন লেগে বিভিন্ন ধরনের ১২টি দোকান পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে জেলার সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘রাত ৩টায় আমরা আগুন লাগার সংবাদ পাই। ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুটি ও ফরিদগঞ্জের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ। আধাঘণ্টার চেষ্টা চালিয়ে ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কাজ শেষে ভোর ৫টায় আমরা ঘটনাস্থল ত্যাগ করি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষিতর বিষয়ে এই মুহুর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ওই মার্কেটের ১২টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।’
আজ বুধবার (১ মে) ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা অনেকেই কান্নাকাটি করছেন। দোকানে রেখে যাওয়া জিনিসগুলো তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। দোকানের কোনো কিছুই অক্ষত নেই। সব পুড়ে ছাই হয়ে আছে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে আগুন লাগে। সড়কের পাশে হওয়ায় আগুন তাৎক্ষণিক লোকজনের নজরে আসে। খুব দ্রুত সময়ের মধ্যে ফরিদগঞ্জ ও চাঁদপুরের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। একই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
এদিকে কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা জানান ক্ষতিগ্রস্থ চা দোকানদার গণি মিজি। তিনি বলেন, ‘আমার আর কিছু নেই। আট মাস আগে একই বাজারে আমার চা দোকান আগুনে পুড়ে যায়। সেখান থেকে এসে এখানে আবার দোকান শুরু করি। এখানেও আমার সব শেষ হয়ে গেল। টাকা ঋণ নিয়ে মালপত্র কিনেছি। পরিবারের সাত সদস্যের সংসার এখন কিভাবে চলবে!’
ক্ষতিগ্রস্ত রড-সিমেন্ট ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তিনি রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে পাশের ব্যবসায়ী নান্নু বহরদার ফোন করে জানান তাদের সব দোকান আগুনে পুড়ে গেছে। এসে দেখেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তার দোকানে থাকা মালামালসহ প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।