মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে পৃথক হামলায় গুলিবিদ্ধসহ আহত ৪
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছে। আজ বুধবার (১২ জুন) বিকেলে চরাঞ্চলের মোল্লাকান্দি কংশপুরা এবং আমঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের আওয়ামী লীগের নেতা আহমেদের গ্রুপের সঙ্গে আধিপত্য নিয়ে প্রতিপক্ষ মামুন গ্রুপের দ্বন্দ্ব চলছিল। বিকেল ৪টার দিকে আহমেদ গ্রুপের সাইফুল ও মুন্না খা মোল্লাকান্দি ইউনিয়নে গরু দেখতে যায়। এ সময় মামুন গ্রুপের লোকজন তাদের ওপর হামলা চালায়। মারধর করে আহত করা হয় দুজনকে। স্থানীয় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের কংশপুরা এলাকায় প্রতিপক্ষের হামলার সেরাজন বেগম (৩৮) ও সজীব (২৭) নামর দুজন গুলিবিদ্ধ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা স্থানীয় মোল্লাকান্দি ইউনিয়নের ইউপি সদস্য রাসেল হোসেনের সমর্থক। তাদের সঙ্গে এলাকায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা মোল্লা গ্রুপের দ্বন্দ্ব চলছিল। বুধবার সকাল থেকে এলাকায় থাকা নিয়ে দুগ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরে মীমাংসার চেষ্টায় সালিশে বসে স্থানীয়রা। সালিশের রায়ে ক্ষুব্ধ হয়ে বিকেলে মোস্তফা মোল্লার পক্ষের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার মোল্লার লোকজন হামলা ও গুলি চালায় রাসেল গ্রুপের লোকজনের বাড়িতে। এতে গুলিবিদ্ধ হয় রাসেল গ্রুপের সেরাজন ও সজীব। এসময় দুইপক্ষই জড়িয়ে পড়ে সংঘাতে। পরে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠিয়ে দেয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। উভয়ের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, মোল্লাকান্দির দুটি হামলা ও সংঘাতের ঘটনাই আধিপত্য বিস্তার নিয়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়েছে।