বিএনপি হতাশ হয়ে কোটা আন্দোলনে ইন্ধন দিচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিদেশিদের দিকে তাকিয়ে ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের ৬৭টি দেশ এ সরকারকে সমর্থন দেওয়ায় হতাশ হলো। এখন আবার কোমলমতি ছাত্রদের কোটা আন্দোলনে ভর করে দেশে অরাজকতা সৃষ্টির ইন্ধন দিচ্ছে।’
গতকাল শনিবার (১৩ জুলাই) বিকেলে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। শহরের শহীদ টিটু পৌর মিলনায়তনে আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ও বগুড়-৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু।
অনুষ্ঠানে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রবীণ নেতাদের সম্মাননা প্রদান করা হয়। এতে অংশ নিয়ে আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন ।