ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জন মৃত্যুবরণ করেছেন।এই সময়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা ২১৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৯ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৪৬৯ জন।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ৬৯ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ২৬ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন।