বান্দরবানে পাহাড়ি শিক্ষার্থীদের মশাল মিছিল
বান্দরবানের দীঘিনালার ঘটনায় পাহাড়ি শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় বান্দরবান শহরে এই মশাল মিছিল করে পাহাড়ি শিক্ষার্থীরা।
পাহাড়ি শিক্ষার্থীদের মশাল মিছিলটি শহরের উজানীপাড়া থেকে বের হয়। শতাধিক শিক্ষার্থীর মশাল হাতে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দীঘিনালায় গতকাল বুধবার চুরির অভিযোগে গণপিটুনিতে মামুন নামে একজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের বাঙালি শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহর প্রদক্ষিণের সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে আগুন দেওয়া হয়। এতে পুড়ে যায় কমপক্ষে ৬০টি ছোটবড় দোকান। পরে সেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা।