কাজী জাফর উল্যাহ কারাগারে
রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ এই আদেশ দেন।
এ দিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক(এসআই) তন্ময় কুমার বিশ্বাস আসমিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে প্রেরণের এই আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে গুলশানের বাসা থেকে জাফর উল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ। ডিবি কার্যালয়ে নিয়ে আসার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। তার অসুস্থতার বিষয়টি আদালতকে জানায় পুলিশ। সুস্থ হওয়ায় আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। কারাগারে আটক রাখার আবেদন বলা হয়, ভবিষ্যতে এই মামলার প্রয়োজনে তার রিমান্ড আবেদন করা হবে।